





বিষধর হিসেবে বিখ্যাত হলেও বেশীরভাগ প্রজাতির সাপ বিষহীন হয় এবং





যেগুলো বিষধর সেগুলোও আত্মরক্ষার চেয়ে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতেই বিষের ব্যবহার বেশি করে। কিছু সাপের বিষ মানুষের





মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঘটায়। অনেক সময় সাপের বিষ মানুষের উপকারে আসে, যা বিভিন্ন রোগের ঔষধ হিসাবে





ব্যবহৃত হয়। সাপ একটি নিরীহ প্রাণী।কেরামতি তো কখনও দেখা যায় লোকালয়ে ঢুকে যাওয়া বাঁদরের পাগলামি। এখনকার দিনে আসলে কিছু হলেই মানুষ সেই মুহূর্তটিকে মুঠোফোনের ক্যামেরাবন্দি করে। স্থান দেওয়া-না দেওয়া নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে।
উদাহরণস্বরূপ, বিভিন্ন সূত্রে Boidae (বোইডে) ও Pythonidae (পাইথনিডে)-কে একই পরিবারভুক্ত হিসেবে শ্রেণীবিন্যাসে উল্লেখ করেছে।সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে তা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যায়।ভিডিওটি রীতিমতো ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ ভিউ করেছে এই ভিডিওটি।সম্প্রীতি ভিডিওতে দেখা যায় যে
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply