বারবার ন্যাড়া করলে আসলে চুল ঘন হয় কিনা,বৈজ্ঞানিকরা চমৎকার তথ্য দিলেন

 

প্রাচীনকাল থেকেই সমাজে প্রচলিত নানা কথা আমর’া নির্দ্বি’ধায় বিশ্বা’স করি। তেমনি একটি কথা হচ্ছে,

মাথা ন্যাড়া করলে পাতলা চুল ঘন হয়ে গজায়। কিন্তু কখনো কি আমর’া একথার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে ভেবেছি?

আসুন জেনে নেই বিজ্ঞান কি বলে… বৈজ্ঞানিকরা বলেন, শরীরের জিনই মানুষের সমস্ত বৈশি’ষ্ট্য নিয়ন্ত্রণ করে। চুলও তার ব্যতিক্রম নয়। চুল ন্যাড়া করার অর্থ হচ্ছে মাথার উপরে তুলে যতটুকু অংশ আছে শুধু এটুকুই ফেলে দেওয়া। এর ফলে আপনার হেয়ার

ফলিকলের স্বাস্থ্যন্নতি হওয়া সম্ভব নয়। এজন্য চুলের স্বাস্থ্য ভালো রাখতে ছোট-বড় সবারই ন্যাড়া হওয়ার তেমন প্রয়োজন নেই।
তবে তিন চার মাস পর পর চুলের আগা কে’টে নিলে চুল সুন্দর থাকে। মাথা ন্যাড়া করার পর একটু লক্ষ্য

করলে দেখা যায় নতুন চুল যখন গজালো সেই একই ধরনের চুল হলো। এজন্য চুলের স্বাস্থ্য ভালো রাখতে ছোট-বড় সবারই ন্যাড়া হওয়ার তেমন প্রয়োজন নেই। যদি পরিবারে ঘন চুল না থাকে সেক্ষেত্রে ঘন চুল হওয়ার সম্ভাবনা কম। চুলের ‘বিকাশও জিনগত প্রক্রিয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*