বিস্ময়কর বেপার হটাৎ দেখা মিলল বিরল প্রজাতির সাদা কাক, ভিডিও ভাইরাল

 

নিমেষের মধ্যে সেই সকল পোস্ট ভাইরাল হয়ে গিয়ে বেশ কিছু ইনকাম শুরু হয়। আজকাল সোশ্যাল মিডিয়ায়

ক্রিয়া-কলাপ বিভিন্ন মানুষের ভাইরাল হওয়ার পাশাপাশি পশুপাখি এবং বিভিন্ন ধরনের প্রাণীদের ভিডিও ভাইরাল হয়।আমরা প্রথম থেকেই

দেখে আসছি যে কাক মানে কালো। কালো কাক কাকা করে ডাকবে এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি হঠাৎ দরজা খুলে ছাদে,

বাগানে, উঠানে দেখতে পান একটা সাদা ঘুরে বেড়াচ্ছে তখন আপনি নিশ্চয়ই ভিরমি খেয়ে পড়ে যাবেন। না ভয় পাওয়ার কিছু হয়নি সাদা কাক অত্যন্ত

স্বাভাবিক। সাদা কাক হওয়া কোন ভুতুড়ে ব্যাপার নয়। সাদা কাক ছাড়া সাদা জন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। জিনগত কারণে এমনটা হতে পারে। মানুষের চামড়া ও যেমন একটি কারণে সাদা হয়ে যায়, বিশেষত যাদের সেটি থাকে এ ক্ষেত্রেও বিষয়টি অনেকটা সেই রকম।সম্প্রতি ভিডিও ভাইরাল হয়েছে দক্ষিণ ভারতের কেরালায় হঠাৎ চোখে পড়েছে এক সাদা কাক। কালো কাকের পাশে সাদা কাক একেবারেই গল্প কথার গল্পের মত লাগছে।

এটি একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। খোদ ভারতবর্ষের বুকে এমন সাদা কাক এর আগে বোধহয় কেউ কখনো দেখেনি। প্রত্যেকে কমেন্টে অবাক হওয়ার কথা বলেছেন।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়। এই সমস্ত বিরল জীব জন্তু আগে মানুষ শুধু দেখতই। কিন্তু কাউকে দেখানোর খুব একটা সুযোগ পেত না।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*