
সাপ দেখলে গলা শুকিয়ে যাওয়ার মত অবস্থা হয়। সাপের একটা ছোবলে মানুষ প্রাণ পর্যন্ত হারাতে পারে। আর সেখানে যদি





দুই সাপকে চোখের সামনে লড়াই করতে দেখা যায় তাহলে কিরকম হবে? অবশ্যই গায়ের লোম খাড়া হয়ে যাবে ভয়ে। সম্প্রতি যে ভিডিওটি





ভাইরাল হয়েছে সেখানে এমন ঘটনায় সামনে এসেছে। দুই সাপ, চলছে লড়াই কেউ কারোর থেকে কম যায় না। দুজনেই দুজনকে





হারাতে মরিয়া। আধিপত্য লড়াইয়ের এই ভিডিও শিহরন জাগিয়েছে নেটিজেনদের। অনেকসময় নাগ নাগিনী দুজনকে পরস্পর পরস্পরের সাথে





আলিঙ্গনবদ্ধ অবস্থায় দেখা যায়। একে শঙ্খলাগা বলে। বৈজ্ঞানিক মতে যা সাপের মিলন অর্থাৎ প্রাকৃতিক ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়





যে ভিডিও টি সামনে এসেছে সেখানেও প্রথমে দেখলে মনে হবে দুটি সাপ আলিঙ্গন বদ্ধ অবস্থায় আছে। তবে





একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে তারাই আসলে লড়াই এ মত্ত হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে সাপ দুটি একে অপরের সাথে লড়াই করে চলেছে। দেখলেই বোঝা যাবে তারা বেশ বিষাক্ত সাপ। প্রায় আট ফুট লম্বা সাপ দুটি একে অপরের ওপর উঠে চরম আক্রোশে ছোবল মারছে। একে অন্যকে পাকিয়ে লড়াই চালাতে ব্যস্ত তারা।
এরইমধ্যে সেখানে স্থানীয়রা এই ঘটনাটিকে ক্যামেরাবন্দী করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কেউ কাউকে হারাতে পারেনি। লড়াই করতে করতেই তারা অন্যদিকে চলে গেছে। একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে যা সামনে আসতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই এই লড়াই দেখে আতঙ্কিত হয়ে উঠেছেন।
ভিডিও দেখতে এখানে কিক্ল করুন
Leave a Reply