
এবারে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে খুঁজে পাওয়া গেল এক বিরল প্রজাতির পাইথন। এই পাইথনের





বৈশিষ্ট্য হলো এটি রেনবো পাইথন। অর্থাৎ এই সাপের রং রামধনু রঙের মতো। রয়েছে রামধনুর সবকটি রঙের অস্তিত্ব। অদ্ভুত সাপের রংয়ের কারণেই





সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এই সাপের ছবি। সাপের রংটা মূল আকর্ষণীয় হলেও আকার কিন্তু





সাধারন পাইথনের মতই। ঝড়ের গতিতে অপ্রতিরোধ্যভাবে ভাইরাল হয়েছে এই ছবি। এই সাপটিকে





সংগ্রহ করে রাখা হয়েছে ক্যালিফোর্নিয়ার এক চিড়িয়াখানায়। চিড়িয়াখানার কর্তা জে ব্রিউয়ার সাপের সঙ্গে ছবি তুলে তার নিজস্ব সামাজিক একাউন্টে নেট নাগরিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সাপটির শরীর থেকে রামধনুর সাতটি রং অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল প্রত্যেকটি রঙই ঠিকরে বেরোচ্ছে।
যা দেখে অবাক সকলেই। ক্যালিফোর্নিয়ার চিড়িয়াখানার সেই মালিক সাপটিকে আদর-যত্নে রেখেছেন। তিনি দাবি করছেন গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি সাপ ধরার কাজ করছেন। তাই তার সাথে সাপেদের অন্তরঙ্গ সম্পর্ক আছে। সন্তানের মতো দেখাশুনা করেন তাকে।
ভিডিও দেখতে এখানে কিক্ল করুন…
Leave a Reply