আনারসের আদলে চুল কে’টে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন যুবক
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আগামী ২৬ ডিসেম্বর। এমতাবস্তায়, মা’থার চুল কে’টে





আনারসের আকৃতি তৈরি করে ব্যতিক্রমী নির্বাচনের প্রচারণায় মাঠে নেমেছেন এক যুবক। নাম মামুন (২৬)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজে’লার





ঝাটিয়ার খিল এলাকার রফিকুল ইস’লামের ছে’লে। মামুনের এ ধরনের প্রচারণায় বিস্মিত হয়েছেন অনেকেই। মামুন পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। মঙ্গলবার (২১ ডিসেম্বর) কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানুষের ভিড়ের মধ্যে তাকে দেখা যায়।
তিনি চৌদ্দগ্রামের ১১নং চিওড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবু তাহেরের সম’র্থক। মামুন বলেন, ‘গত রবিবার চিওড়া ধোরকরা বাজারের একটি সেলুনে এই আনারস ডিজাইন করি। দুই দিন সময় লেগেছে। গুনতে হয়েছে এক হাজার ২শ’ টাকা। তবু আমি এখন খুশি।’