





মাছে ভাতে বাঙালি। বাঙালির মাছ ধরার কৌশল বিভিন্ন রকমের। নিত্য নতুন তারা কৌশল আবিষ্কার করে। গ্রাম্য ছেলেরা তো প্রতিনিয়ত কোনো না কোনো





ধরনের ফাঁদ আবিষ্কার করে ডোবা পুকুর নদী নালা থেকে মাছ ধরে। গ্রাম্য মানুষের পাতে মাছ থাকতে হবে। আমাদের দেশে প্রচুর পরিমাণে নদী-নালা-খাল-গ্রাম্য ছেলেটি বিল হয়েছে। আর





এসব নদী-নালা-খাল-বিল ডোবাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। বর্ষা মৌসুমে এ ধরনের মাছের চাহিদা বেড়ে যায়। ধানক্ষেতের পাশে থাকা ডোবাতে ওই সময়ে মাছ পাওয়া যায়। আর





এই সময়টাকে কাজে লাগিয়ে গ্রাম্য ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের তাদের কৌশলে মাছ ধরে। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এমন একটি মাছ ধরার কৌশল যা আজ আপনাদের মাঝে





আমরা শেয়ার করতে যাচ্ছি। গ্রাম্য ছেলেটি শামুকের ক্ষেত্রে নিয়ে শামুকের ভেতরের নরম অংশটা বড়শিতে গেঁথে নিয়েছে। এরপর বড়শি গুলো ফাঁকা বোতলের সাথে





বেঁধে ডোবার পানিতে বরশি গুলো কেটে রেখেছি। দেড় থেকে দুই ঘন্টা পর এসে বসে গুলোতে দেখে বড় বড় মাছ ধরা পড়েছে। শিং মাছ শিং মাছ কাটুন মাছ সরপুঁটি মাছ আরো
অনেক ধরনের মাছ। তরতাজা মাছ খেতে দারুন লাগে। অনেকে আবার এই মাছগুলো কে কেঁচোর সাহায্যে স্বীকার করে তবে এই ভিডিওতে একটি ভিন্ন ধরনের পন্থা দেখা গেল। শামুকের উপর শক্ত খোলস টা ফেলে
দিয়ে ভিতরের নরম খোলসটি সাহায্যে এই ছেলেটি মাছ ধরেছে। সত্যিই অসাধারণ ছিল মাছ ধরার কৌশল। গ্রাম্য ছেলেরা এরকম আরো অনেক ধরনের কৌশল অবলম্বন করে বিভিন্ন ভাবে
মাছ শিকার করে থাকে। মাছ ধরার কৌশল টি একটু ভিন্নতা রয়েছে কারণ সচরাচর এভাবে অনেক মাছ ধরে না। গ্রাম্য ছেলেদের মাথায় ধরনের অন্য রকম মাছ ধরার কৌশল আসে। তবে
তার এই কৌশলের সত্যিই অবিশ্বাস্য কারণ এই ধরনের কৌশল ব্যবহার করে এত পরিমাণে বড় বড় মাছ পাওয়া যাবে সেটা অকল্পনীয়।
তবে এটাও ঠিক এই বর্ষার মৌসুমে মাছ সহজে ধরা যায়। তবে সবচেয়ে সহজ কৌশল হচ্ছে ফাঁদ পেতে অথবা জাল পেতে রাখলে প্রচুর পরিমাণে অল্প সময়ে মাছ পাওয়া যায়।
আর এ ধরনের মাছ ধরার কৌশল দেখতে কিন্তু অসাধারণ লাগে। নিত্যনতুন কৌশল গুলো দেখলে আসলেই মাছ ধরার উৎসাহ আরো বেড়ে যায়। শহরে বসবাস করা মানুষগুলো এ মাছ ধরার কৌশল দেখে প্রচুর পরিমাণে আনন্দ পায়। তাদের এ ধরনের কৌশল দেখে মানুষ উৎসাহিত হয়ে এ ধরনের কৌশল অবলম্বন করে তারাও মাছ শিকার করতে আগ্রহী হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply