মাশরাফী চাইলে বোর্ডের সঙ্গে যুক্ত হতে পারবেন, জানালেন পাপন
কিছুদিন আগেই শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে কাজ করেছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তখন থেকেই





বাংলাদেশের ক্রিকেটে সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে বাংলাদেশ দলের মেন্টর করার দাবি ওঠে। পাকিস্তানের বিপক্ষে





টেস্ট সিরিজের শেষ ম্যাচে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মাশরাফী। তখন থেকে





গুঞ্জন ছড়িয়ে পড়ে, হয়তো শিগগিরই বোর্ডে কিংবা জাতীয় দলের সঙ্গে মাশরাফীকে দেখা যাবে। কিন্তু





এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি মাশরাফী। এমনকি বোর্ডের পক্ষ থেকেও এ সংক্রান্ত কোনো খবর জানানো হয়নি। অবশেষে





(শনিবার) বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পুরো বিষয় খোলাসা করেছেন। পাপন জানিয়েছেন,





মাশরাফীকে দলের মেন্টর কিংবা বোর্ডে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। তবে মাশরাফী বোর্ডের সঙ্গে কাজ করতে চাইলে তাকে স্বাগত জানানোর কথাই বলেছেন বিসিবি সভাপতি।
মেন্টর হিসেবে না হলেও মাশরাফী ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করবেন, এমন ইচ্ছা দেশের ক্রিকেটপ্রেমীদের। এসব বিষয়ে প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘ওরকম কিছু হয়নি। মাশরাফী যদি আসতে চায় আমরা তো তাকে নিয়ে আসতে চাইবোই। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’
টেস্ট চলাকালীন সময়ে মাশরাফীর স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেখা করার বিষয়ে পাপন বলেন, ‘মাশরাফী তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে ওখানে থাকবে এটা জানি না। ওরকম কিছু না। এমনি আলাপ করছিলাম।’