স্বামী অনিককে ডিভোর্স দিলেন চিত্রনায়িকা শাবনূর !
স্বামী অনিককে ডিভোর্স দিলেন চিত্রনায়িকা শাবনূর ! বছর ৭ আগে অনিক মাহমুদ হৃদয়ের সাথে





বিয়ের পিঁড়িতে বসেছিলেন শারমীন নাহিদ নূপুর ওরফে শাবনূর। তাদের একটি পুত্রসন্তান ও আছে। কিন্তু





এই বছরের জানুয়ারিতে সংসার ভেঙ্গে গেল তাদের। স্বামী অনিককে ডিভোর্স জানা যায় গত ২৬ জানুয়ারি স্বামী অনিককে





তালাক দিয়েছেন এই চিত্রনায়িকা। আইনজীবী কাউসার আহমেদের মাধ্যমে তালাকের নোটিশ স্বামীকে পাঠিয়েছেন শাবনূর। নোটিশে স্বামীর সাথে ‘বনিবনা হয় না’ বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশের অনুলিপি স্বামী অনিক মাহমুদ অনিকের এলাকার আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং কাজী অফিস বরাবরও পাঠানো হয়েছে।
তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তালাকের নোটিশ এবং হলফনামা প্রস্তুতকারী অ্যাডভোকেট কাওসার আহমেদ। তিনি বলেন, ‘গত ২৬ জানুয়ারি অনিকের সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন করেছেন শাবনূর। গত ৪ ফেব্রুয়ারি অনিকের উত্তরা এবং গাজীপুরের বাসার ঠিকানায় সেই নোটিশ পাঠানো হয়।